বকেয়া বেতনের দাবীতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বারোআউলিয়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন মার্স টেক্সটাইল ম্যানুফ্যাকচারিংয়ের পোশাক শ্রমিকরা।
শনিবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে এ অবরোধের কারণে মহাসড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হলে আটকা পড়ে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন।
চট্টগ্রাম পুলিশ সুপার (শিল্প) আবদুল্লাহ আল মাহমুদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে প্রায় ৫০০ শ্রমিক বকেয়া মজুরীর দাবীতে মহাসড়কে অবস্থান নেন।
তিনি বলেন, ‘গত বৃহস্পতিবারও শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবীতে কারখানায় বিক্ষোভ করেছিলেন। সে সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী সোমবারের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেন।’
‘কিন্তু শনিবার এক প্রতিনিধি শ্রমিকদের জানান যে বেতন প্রদানে আরও বিলম্ব হবে। এরপরই শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন,’ বলেন শিল্প পুলিশের এ কর্মকর্তা।
তিনি আরও জানান, শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শনিবার (বিকেল সাড়ে ৫টা) অবরোধ চলছিল।