রাঙ্গুনিয়ার শান্তিরহাট বাজার ও বেতাগী এলাকায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন জামায়াত প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম। মঙ্গলবার দিনব্যাপী তিনি বিভিন্ন স্থানে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, কবর জিয়ারত করেন এবং জনগণের সমস্যাবলি ও উন্নয়ন দাবি সরাসরি শোনেন। সন্ধ্যার পর বেতাগী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উঠান বৈঠকে অংশ নেন তিনি।
উঠান বৈঠকে ডাঃ রেজাউল করিম বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবা ও এলাকার উন্নয়নের জন্য। রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষ যাতে সমান সুযোগ পায়—সেই লক্ষ্যে কাজ করতে চাই। শান্তিরহাট ও বেতাগীর দীর্ঘদিনের অবহেলিত এলাকাগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক উন্নয়ন ও কর্মসংস্থানে দৃশ্যমান পরিবর্তন আনার পরিকল্পনা হাতে নিয়েছি।”
তিনি আরও বলেন, “আপনাদের ভালোবাসা আমার শক্তি। রাঙ্গুনিয়ার মানুষ যদি আমাকে সুযোগ দেয়, প্রতিশ্রুতি নয়—বাস্তব কাজ দিয়ে দেখিয়ে দেব উন্নয়ন কীভাবে করতে হয়।”
গণসংযোগ কর্মসূচিতে বিভিন্ন বয়সের মানুষ, ব্যবসায়ী, তরুণ ভোটারসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শান্তিরহাট ও বেতাগী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
চলতি নির্বাচনে রাঙ্গুনিয়ার শান্তিরহাট-বেতাগীসহ বিভিন্ন এলাকায় টানা গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন ডাঃ এটিএম রেজাউল করিম।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















