বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন যুবদল। এ উপলক্ষে রোববার (২৭ অক্টোবর) সকালে লালানগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আলমগীর হাসান’র নেতৃত্বে আনন্দেমিছিল বের করা হয়।
মিছিলটি আলমশাহপাড়া চত্বর থেকে শুরু হয়ে ধামাইরহাট বাজার প্রদক্ষিণ শেষে চতজ্যাপাড়া রাস্তার মাথা লালানগর বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেত হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত আলেচনা সভায় সভাপতিত্ব করেন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আলমগীর হাসান।
প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আনোয়ার ইসলাম তালুকদার, ইঞ্জিনিয়ার বখতিয়ার হোসেন, রোকনুদ্দিন রোকন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার, আক্তার হোসেন, সদস্য মো. শাহাবুদ্দিন, মো. আইয়ুব খান, যুবদল নেতা মো. রাশেদুল ইসলাম, মো. ওবায়দুল্লাহ, আমিনুল হক মো. সোহেল, মো. মামুন, মো. বেলাল, মো. ফারুক, মো. হানিফ, মো. বাদশা, সাদ্দাম হোসেন, মো. ওয়াসিম, আবদুল গফুর, শফিউল আলম প্রমুখ।
এরআগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দরা। শেষে লালানগর ইউনিয়ন বিএনপি অফিস উদ্বোধন করা হয়।