হাটহাজারী উপজেলার ফতেপুর মেহের নেগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী (৫৯) ইন্তেকাল করেছেন।
সোমবার (০১ সেপ্টেম্বর) সকালের দিকে তিনি চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম মোহাম্মদ আলী উত্তর মাদার্শা ইউপির ৩ নং ওয়াডস্থ চান মিয়া সারাং বাড়ীর মৃত গোলাম কিবরিয়া পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, মোস্তফা শাহরিয়ার আহাদ, শাফায়াত আলি আবিদ ও সাবিহা জয়নব নিপা নামের তিন সন্তান,আত্মীয় স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে যান।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে,গত শনিবার দুপুরের দিকে হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।সেখানেই সোমবার সকাল আনুমানিক ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগামীকাল মঙ্গলবার ০২ সেপ্টেম্বর বেলা ১১ টায় “ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়” মাঠে মরহুমের প্রথম জানাযা এবং বাদে যোহর নিজ গ্রাম উত্তর মাদার্শা ইউনিয়নের ছৈয়দ আহমদ হাটস্থ মোহাম্মদীয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলা শাখা ও বিভিন্ন মহল মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।