প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অরিয়েন্টেশন ক্লাস সোমবার (১৫ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ আবচার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের করেন মার্কেটিং বিভাগের প্রভাষক শেখ ফরিদ এবং আইসিটি বিভাগের প্রভাষক প্রকৌশলী ওমর ফারুক যৌথ সঞ্চালনা প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা এম. ডি. এম. কামাল উদ্দিন চৌধুরী।
এই সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য ডা. গিয়াস উদ্দিন, বিদ্যৌৎসাহী সদস্য মেসকাত হোসেন চৌধুরী, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা শামসুন্নাহার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিমুল কান্তি ভৌমিক এবং আইসিটি বিভাগের প্রভাষক আল মাহমুদ শাকিল প্রমুখ।
পরে কলেজ হোস্টেলের নতুন ভবন ও পুকুর উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং প্রাক-নির্বাচনী পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।