সংযুক্ত আরব আমিরাতে নিহত হাটহাজারীর মো.খোরশেদ (৪৮) এর মরদেহ আজ দেশে আসছে।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ৮.৪০ মিনিটের দিকে তার মরদেহ চট্টগ্রাম শাহ-আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই সরওয়ার মোর্শেদ।
জানা যায়, প্রবাসে থাকা হাটহাজারীর মেখল ইউনিয়নের মরহুম সিরাজুল হকের ২য় পুত্র দুই সন্তানের জনক মো.খোরশেদ সংযুক্ত আরব আমিরাতে সর্দি জ্বরে আক্রান্ত হবার কযেকদিন পর অবস্থার অবনতি হলে তাকে আমিরাতের আল আইন তাওয়াম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চলতি বছরের গত ২৮ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম খোরশেদের মাদ্রাসা পড়ুয়া ১৪ বছরের একটি ছেলে ও ০৬ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে আজ ১৩ ডিসেম্বর মঙ্গলবার আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দর হতে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট যোগে রাত ৮.৪০ মিনিটের দিকে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে তার মরদেহ এসে পৌঁছাবে। এবং আগামীকাল ১৪ ই ডিসেম্বর সকাল ১১ টার দিকে উপজেলার উত্তর মেখল জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।