হেফাজত ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জেয়ারত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও আমার দেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা পর তারা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় গিয়ে জামেয়ার কবরস্থানে যান।
কবর জেয়ারত শেষে তারা হাটহাজারী মাদ্রাসার বর্তমান মহাপরিচালক আল্লামা মুফতী খলীল আহমদ কাসেমীর সাথে সাক্ষাতে মিলিত হন এবং মাদ্রাসার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এসময় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি জসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দীন-দরদী সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে অনুষ্ঠিতব্য তিন দিন ব্যাপি তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।