চট্টগ্রাম 9:55 pm, Saturday, 13 September 2025

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে ‍দিচেছন সীতাকুণ্ড স্বাস্থ্য কর্মকর্তা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জঙ্গল সলিমপুরস্থ জাফরাবাদ এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার এসএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এ মেডিকেল সেবায় এলাকার দুই শতাধিক নারী-পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।

ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সাধারণ রোগের চিকিৎসা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ প্রদানসহ স্বাস্থ্যসচেতনতা বিষয়ক পরামর্শ দেওয়া হয়।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামের সাধারণ মানুষ চিকিৎসার জন্য দূরে যেতে পারেন না। এ ধরনের ক্যাম্প তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

স্থানীয় বাসিন্দা রুবিনা আক্তার বলেন,“আমরা সাধারণত হাসপাতালে যেতে পারি না সময় ও খরচের কারণে। এখানে ডাক্তাররা বিনামূল্যে পরীক্ষা ও ওষুধ দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় সহায়তা।”

অন্যদিকে বৃদ্ধ আবদুল করিম জানান, বয়সজনিত নানা রোগে ভুগছি। ফ্রি ক্যাম্পে চিকিৎসা পেয়ে স্বস্তি পেয়েছি। আশা করি এ ধরনের ক্যাম্প নিয়মিত হবে।”

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাপ হোসেন বলেন, “গ্রামীণ জনগণ যাতে সহজে স্বাস্থ্যসেবা পেতে পারে, সেজন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।” ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

জঙ্গল সলিমপুর এলাকা একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল। এখানে নিম্নআয়ের পরিবার বেশী থাকায় অনেকেই নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব রয়েছে।

সামাজিক সংগঠন ও সরকারী উদ্যোগের মাধ্যমে মাঝে মাঝে স্বাস্থ্যসেবা কার্যক্রম নেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। স্বাস্থ্য কমপ্লেক্সের এ ধরনের ক্যাম্প স্থানীয়দের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মগধরায় এসএসসি ব্যাচ ২০২৫-এর উদ্যোগে ছয়-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে ‍দিচেছন সীতাকুণ্ড স্বাস্থ্য কর্মকর্তা

Update Time : 06:49:11 pm, Saturday, 13 September 2025

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জঙ্গল সলিমপুরস্থ জাফরাবাদ এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার এসএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এ মেডিকেল সেবায় এলাকার দুই শতাধিক নারী-পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।

ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সাধারণ রোগের চিকিৎসা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ প্রদানসহ স্বাস্থ্যসচেতনতা বিষয়ক পরামর্শ দেওয়া হয়।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামের সাধারণ মানুষ চিকিৎসার জন্য দূরে যেতে পারেন না। এ ধরনের ক্যাম্প তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

স্থানীয় বাসিন্দা রুবিনা আক্তার বলেন,“আমরা সাধারণত হাসপাতালে যেতে পারি না সময় ও খরচের কারণে। এখানে ডাক্তাররা বিনামূল্যে পরীক্ষা ও ওষুধ দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় সহায়তা।”

অন্যদিকে বৃদ্ধ আবদুল করিম জানান, বয়সজনিত নানা রোগে ভুগছি। ফ্রি ক্যাম্পে চিকিৎসা পেয়ে স্বস্তি পেয়েছি। আশা করি এ ধরনের ক্যাম্প নিয়মিত হবে।”

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাপ হোসেন বলেন, “গ্রামীণ জনগণ যাতে সহজে স্বাস্থ্যসেবা পেতে পারে, সেজন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।” ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

জঙ্গল সলিমপুর এলাকা একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল। এখানে নিম্নআয়ের পরিবার বেশী থাকায় অনেকেই নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব রয়েছে।

সামাজিক সংগঠন ও সরকারী উদ্যোগের মাধ্যমে মাঝে মাঝে স্বাস্থ্যসেবা কার্যক্রম নেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। স্বাস্থ্য কমপ্লেক্সের এ ধরনের ক্যাম্প স্থানীয়দের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।