ঢাকার নবাবগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সিরাজ মিয়া এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফরিদ খান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুন্দর জীবন গঠনে অনেক পরিশ্রম করতে হয়। নিজেকে মেধাবী হিসেবে প্রতিষ্ঠা করো। দেশ, মা-বাবা ও শিক্ষকদের শ্রদ্ধা করো। নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করো। লেখাপড়া শিখে দেশের সেবা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তি ক্লিনিকের অন্যতম পরিচালক মো. মাহমুদুল হাসান তুষার, বাহ্রা আব্দুল ওয়াসেক মেমোরিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল বাসার, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রবাসী বিএনপি নেতা রিপন চৌধুরী, অ্যাডভোকেট এবাদুল ইসলাম লিংকন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ ও সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়পার্টির প্রচার সম্পাদক আব্দুল মান্নান মাষ্টার, নবাবগঞ্জ ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী, স্থানীয় মুরব্বি কাসেম মোল্লা, সমাজকর্মী শাহীন পত্তনদার,
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোখসানা আক্তার, অভিভাবক সদস্য শাহিনুর বেগম, মনিরা বেগম, আয়েশা আক্তার, আইরিন আক্তার, বিদ্যালয়ের শিক্ষক রুপা আক্তার, নিঝু আক্তার, সোমা আক্তার, সেফালী আক্তার, সানী আক্তার প্রমুখ।
উল্লেখ্য, বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা মো. হারুন-অর-রশিদ ৩০ বছর যাবত সুনামের সাথে পরিচালনা করে আসছেন। শিক্ষকদের দক্ষ পরিচালনায় শিক্ষার্থীদের মেধা মননে ভূমিকা রাখছেন। ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থায় পরিচালিত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতি বছর ভাল ফলাফল করে আসছে।