মীরসরাই উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফারুকীয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা এবারের দাখিল পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে বিশেষ সংবর্ধনা দিয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই ) সকাল ১০ টায় মাদ্রাসায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ফারুকিয়া মদিনাতুল উলুম দাখিল মাদরাসার সুপার সাফওয়ান আযহারীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাসুদুল আলমের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাবেক সভাপতি আনোয়ার সিদ্দিকী চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে আল আযহার ওয়ালফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান সৈয়দ শাহনেওয়াজ হোসাইন আযহারী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শায়েখ সাইয়েদ নূর আযহারী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত লেকচারার শায়খ ডঃ আবু তালেব মোঃ মনওয়ার, ইসলামী ব্যাংক মীরসরাই শাখার ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন, সাংবাদিক নুরুল আলম ও মাঈন উদ্দিন, মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক নাজিম উদ্দিনসহ প্রমুখ।
এই সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠানের ফলাফল , লেখাপড়া, নিয়ম – শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে ভূয়সি প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
পরে এবারের দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।