হাটহাজারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মো.শাহেদ আরমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে মো.রফিক মিয়া ও মো.রমজান আলী নামের দুই ব্যক্তিকে ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পৌরসভার এগারো মা’ইল এলাকার হাজী হামদু মিয়া মুড়ি মিল এবং পৌরসদরের হাজী এম ছিদ্দিক আহমদ সওদাগর ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়।
অভিযুক্ত ব্যাক্তি হাজী এম ছিদ্দিক আহমদ সওদাগর ফিলিং স্টেশনের মো.রমজান আলী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুরাদপুর এলাকার নজির আহম্মদের পুত্র এবং হাজী হামদু মিয়া মুড়ি মিলের মো.রফিক মিয়া পৌরসভার এগারো মাইল এলাকার হাজী হামদু মিয়ার পুত্র।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ওজন ও পরিমাপের মানদণ্ডের তুলনায় কম পরিমাণ জ্বালানি প্রদান করায় হাজী এম ছিদ্দিক আহমদ সওদাগর ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৩০ হাজার এবং লাইসেন্স ব্যতীত খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কজাত ও বিক্রয় করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় হাজী হামদু মিয়া মুড়ি মিল কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা, হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগিতা করেন।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মো শাহেদ আরমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 


















