রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শহিদদের স্মরণে জুলাই কেন্দ্রিক কবিতা, গান, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ একরাম হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, সহকারি শিক্ষক সুলতানা বেগম, ফাতেমা জামান চৌধুরী ও জান্নাতুল ফেরদৌস। সঞ্চালনা করেন সহকারি শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যা।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি নুরুল আফছার বাবুল, সদস্য মোঃ জাকির হোসেন সুমন সহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।