মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন বড়তাকিয়া দক্ষিণ বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোহেল মোটর্স নামে একটি গাড়ির গ্যারেজে শুক্রবার অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী ফাহিম শাহরিয়া বলেন,বিকাল চার টার সময় রিক্সা করে বাড়ি থেকে আসার সময়, দেখি এখানে পাতার ম্যধে আগুন জ্বলতেছে পরে দেখি আগুন গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়েছে। গ্যারেজের মালিক মাইনুল হাসান সোহেল (৩৯) বলেন শুক্রবার হওয়ায় আমার গ্যারেজ বন্ধ ছিল গ্যারেজে কেউ ছিলনা।
বিকাল চারটার সময় খবর পাই আমার গ্যারেজে আগুন লেগেছে কে বা কারা এই আগুন লাগিছে আমার জানা নেই। ধারনা করা হচ্ছে পাশে একটি কৃষি জমির পাতা থেকে আগুনের সূত্রপাত হয়েছে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশন লিডার রেজাউল করিম জানান, বিকেল চারটার দিকে গ্যারেজে আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে চারটার দিকে আগুন নিভাতে সক্ষম হয় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান ও কিভাবে আগুনের সূত্রপাত সেটা জানা যায়নি বলে জানান তিনি।