চট্টগ্রামের মীরসরাইয়ে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা’র প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার( ৮ নভেম্বর) বিকালে মাদরাসার হলরুমে আয়োজিত সভায় মাদরাসার সহ সুপার মাওলানা জহরুল হকের সঞ্চালনায়ে মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক মাষ্টার একরামুল হক, মাষ্টার জাহেদুল ইসলাম, মাওলানা মোঃ হায়দার আলী, প্রাক্তন শিক্ষক রিদোয়ান, গঠনতন্ত্র পাঠ করেন মাষ্টার নুর উদ্দীন।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শাখাওয়াত হোসেন, রফিক খান, মোবারক হোসেন, তোফাজ্জল হোসেন, বিবি আমেনা প্রমুখ।
সামাজিক, ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রে প্রাক্তন ছাত্রদের অবদানকে আরো সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে শতাধিক প্রাক্তন ছাত্রের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভা এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। সভায় বক্তব্য রাখেন বহু গুণীজন এবং প্রাক্তন ছাত্ররা। আলোচনা শেষে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় একটি প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















