মীরসরাইয়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। (২৯ আগস্ট) বৃহস্পতিবার মীরসরাই পৌরসভা ১ নং ওয়ার্ড মধ্যাম তালবাড়িয়া ও ৭ নং ওয়ার্ড বাঘগোলা এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে শুকনা খাওয়া সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার বিএনপি আহ্বায়ক মহি উদ্দিন, যুগ্ন আহ্বায়ক জামসেদ আলম, মীরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি নুর নবী ভাষানী, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন, ২নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাদ্দাম, ২ নং ওয়ার্ড বিএনপির ভাইস প্রেসিডেন্ট তাজুল ইসলাম ফকির ,৭ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি শাহ আলম,সহ সভাপতি নূর নবী পৌরসভা যুবদলের নেতা আবু তাহের, রেজাউল করিম, জিয়াউদ্দিন, মোহাম্মদ জিন্নাহ,সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মীরসরাই পৌরসভা বিএনপি আহ্বায়ক মহি উদ্দিন বলেন, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক নুরুল আমিন ভাইয়ের দিক নির্দেশনায় পৌরসভার মধ্যম তালবাড়িয়া ও বাঘগোলা এলাকায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।