গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান বলেছেন, বর্তমান দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় মেধাবীদের যোগ্য হয়ে উঠতে হবে। শুধুমাত্র সাটিফিকেট অর্জন করলে হবে না, সকল বিষয়ে পারদর্শী হতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর দেশ ও জাতি গঠনে নেতৃত্ব দেবে। পাশাপাশি মানবিক গুনাবলি অর্জন করতে হবে।
তিনি শুক্রবার ( ২৫ জুলাই) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সুফিয়া আজান পাঠাগার আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নেছারুল করিম।
পাঠাগারের সভাপতি মাওলানা কেফায়েত উল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুফিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছারুল হক, অবুতোরাব মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থী বৃন্দ।অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও উপহার বিতরন করা