বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন মিরসরাই উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর উক্ত কমিটি গঠন করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দিন স্বাক্ষরিত প্যাডে ৭০ সদস্য বিশিষ্ট এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের দিদারুল করিম মাষ্টার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ১নং করেরহাট ইউনিয়নের মোঃ আবু ছালেক।
এছাড়া সহ-সভাপতি ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৭ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, সহসাংগঠনিক সম্পাদক ৩ জন, দপ্তর সম্পাদক ১ জন, সহদপ্তর সম্পাদক ৩ জন, প্রচার সম্পাদক ১ জন, সহপ্রচার সম্পাদক ৪ জন, অর্থ সম্পাদক ১ জন, সহ অর্থ সম্পাদক ২ জন, শ্রম ও আইন বিষয়ক সম্পাদক ১ জন, সহ শ্রম ও আইন বিষয়ক সম্পাদক ২ জন, ধর্ম বিষয়ক সম্পাদক ১ জন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক ২ জন, ক্রীড়া সম্পাদক ১ জন, সহ ক্রীড়া সম্পাদক ২ জন, সমাজকল্যাণ সম্পাদক ১ জন, সহ সমাজকল্যাণ সম্পাদক ২ জন, সাহিত্য ও সামাজিক সম্পাদক ১ জন, সহ সাহিত্য ও সামাজিক সম্পাদক ২ জন, সম্মানিত সদস্য ১৫ জন সহ মোট ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা শনিবার অনুষ্ঠিত হবে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 



















