আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা হাফেজ জাকারিয়া খালেদ।
তিনি বই মার্কা প্রতীকে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে নির্বাচন করবেন। তিনি সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার ড: জিয়া উদ্দিনের হাতে মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পর্টির চট্টগ্রাম মহানগর শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী হাসান।
প্রার্থী পরিচিতি:
হাফেজ মাওলানা জাকারিয়া খালেদ। পিতা মরহুম হাফেজ বদরুস মেহের প্রকাশ হাফেজ আবদুর রহিম (বড় হাফেজ সাহেব)। তিনি সীতাকুণ্ডের ১নং সৈয়দপুর ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম হাফেজ আবদুর রহিম একজন সর্বজন পরিচিত দ্বীনের দায়ী ছিলেন। বাংলাদেশে বর্তমানে মুসলিম সমাজে কুরআনে হাফেজ তৈরীর যে প্রবণতা সেটা ৫০ দশকে উনাদের মাধ্যমে শুরু হয়েছিল। জীবদ্দশায় তিনি অসংখ্য কুরআনের হাফেজ তৈরী করেছেন। ৬০র দশকে চট্টগ্রামের বিখ্যাত আন্দরকিল্লা শাহী জামে মসজিদে খতমে তারাবির ইমাম ছিলেন। পিতার ধারাবাহিকতায় উনার সুযোগ্য সন্তান হাফেজ মাওলানা জাকারিয়া খালেদ যৌবনের প্রারম্ভ থেকে দ্বীনের খেদমতে জড়িত আছেন। কর্মজীবনে তিনি অসংখ্য হাফেজ, আলেম তৈরী করেছেন।সীতাকুণ্ড, মীরসরাইসহ চট্টগ্রামের অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানে দ্বীনি খেদমতে জড়িত ছিলেন। অলংকার খাদিজাতুল কুবরা (রাঃ) ও উফিক্বিল আ’লা মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
দ্বীনি সংগঠন:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর। হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য। এছাড়াও তিনি সুনামের সাথে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের বিভাগীয় সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। আকবারুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান। আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
পারিবারিক পরিচিতিঃ
হাফেজ জাকারিয়া খালেদ ৫ভাই ৫বোন। ভাই-বোনদের মধ্যে উনি সবার বড়। ভাই -বোনদের সবাই বিবাহিত।
উনার আম্মাজান একজন মহীয়সী নারী। হাফেজ জাকারিয়া খালেদের মেঝ মামা চট্টগ্রামের উম্মুল মাদারিস খ্যাত দারুল উলুম আলিয়ামাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। ছোট মামা প্রফেসর ডাঃ জিয়াউল আনসার চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী ব্যবস্থাপক ছিলেন। উনার ২য় ভাই হাফেজ ইয়াহহিয়া খালেদ, বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব। ৩য় ভাই মাওলানা খালেদ মুহাম্মদ সাইফুল্লাহ, মুহাদ্দিস বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা, ধনিয়ালাপাড়া চট্টগ্রাম। ৪র্থ ভাই আতাউল্লাহ খালেদ, প্রক্টর, কক্সবাজার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। ৫ম ভাই সিবগাতুল্লাহ খালেদ, এডভোকেট, চট্টগ্রাম জজকোর্ট।
প্রেস বিজ্ঞপ্তি 


















