বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উদ্যেগে ১৩ অক্টোবর রবিবার বিকালে বাউরিয়া ইউনিয়ন শাখার কর্মিসভা মৌলভীবাজার বাউরিয়া গোলাম খালেক একাডেমির মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী ।
তিনি বলেন, সাড়ে পনের বছর অবৈধ হাসিনা সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করে ছাত্র জনতার গন অভূথনে ৫ আগষ্ট দেশ ছেড়ে পালিয়ে গেছে, আগামীর দেশ গড়তে শহীদ জিয়ার আর্দশে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করে মানুষের সেবায় লিপ্ত থাকবে বিএনপি অঙ্গ সংগঠন।
কর্মিসভায় সভাপতিত্ব করেন বাউরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক টিটু হায়দার। সঞ্চালনায় ছিলেন বাউরিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল খান
কর্মিসভায় প্রধান বক্তা ছিলেন সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক নিঝুম খান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আলম সজিব, ও সদস্য সচিব এম এ আজিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা যুবদলের সহ-সভাপতি মোক্তাদের মাওলা, যুগ্ম সম্পাদক এস এম ইব্রাহিম, ত্রান ও পূনর্বাসন সম্পাদক শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কায়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সহ-অর্থ সম্পাদক মাহবুব মল্লিক।, বাউরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন চৌধুরী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান জন্টু, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউরিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দীন, শাহাদাত হোসেন, লুৎফর রহমান, আমির হোসেন, এম আর কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান, ও এম আর কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ উল্ল্যাহ প্রমুখ। কর্মি সভায় বিকেল গড়াতে বাউরিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে শত শত যুবদল কর্মিরা মিছিল সহকারে যোগদান করেন।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 

















