চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে অবশেষে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাবেক মন্ত্রী ও বিএনপি’র প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মনোনয়ন বোর্ড সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম চূড়ান্ত করেছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর রাঙ্গুনিয়ার রাজনীতিতে আবারও চৌধুরী পরিবারের হাল ধরেছে সালাউদ্দিন পুত্র।
জানা যায়, রাঙ্গুনিয়ার রাজনীতিতে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন এক কিংবদন্তিতুল্য নাম। তিনি ১৯৭৯, ১৯৮৬, ১৯৯৬ ও ২০০১ সালে চট্টগ্রাম–৭ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর তীক্ষ্ণ রাজনৈতিক বুদ্ধিমত্তা, স্পষ্টভাষিতা এবং উন্নয়নমুখী ভূমিকার কারণে রাঙ্গুনিয়ার মানুষের কাছে তিনি ছিলেন এক জনপ্রিয় ও প্রভাবশালী নেতা।
এবার তাঁর ছেলে হুমাম কাদের চৌধুরী সেই ঐতিহ্যের আসনে দাঁড়িয়ে রাঙ্গুনিয়ার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করছেন।
এদিকে মনোনয়ন ঘোষণার পর থেকেই রাঙ্গুনিয়া জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে মিছিলসহ নানা কর্মসূচি করেছে।
																			
																ইসমাইল হোসেন, রাঙ্গুনিয়া								 










