চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত ৬০ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ১৬৭.৯৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে বারইয়ারহাট পৌরসভার সম্মেলন কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। পৌর কর্মকর্তা নুরুল করিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা, নিবার্হী প্রকৌশলী সমর কান্তি মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, সমবায় কর্মকর্তা দিবাকর দাশসহ বারইয়ারহাট পৌরসভার কর্মকর্তা কর্মচারি বৃন্দ।
বাজেট ঘোষণায় বারইয়ারহাট পৌর প্রশাসক সোমাইয়া আক্তার বলেন, বাজেট হচ্ছে একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের সম্ভাব্য আয় ব্যায় ও যাবতীয় উন্নয়ন কর্মকান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা। এটি বর্তমান পৌর কমিটির প্রথম বাজেট। এই বাজেটের সম্ভাব্য আয়ের অর্থগুলো পৌরবাসীর উন্নয়নের ব্যায় করা হবে। পৌরবাসীর সার্বিক সহযোগীতায় বারইয়ারহাটের উন্নয়ন এগিয়ে যাবে বলে আমি আশা করি।
বাজেট ঘোষণা শেষে পৌরসভার মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন প্রশাসক সোমাইয়া আক্তার।