চট্টগ্রাম 9:41 pm, Thursday, 28 August 2025
রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে স্বাস্থ্যসেবা কার্যক্রম

স্বাস্থ্য সেবা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে রাঙ্গুনিয়ায় একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনটি করা হয় হুমাম কাদের চৌধুরীর পক্ষে, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতা হিসেবে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) চন্দ্রঘোনা তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসায় আয়োজিত ক্যাম্পে চট্টগ্রাম শহরের ২০জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।

গণসচেতনতা তৈরির অংশ হিসেবে ক্যাম্প চলাকালে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেটও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

ক্যাম্পে পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, চর্মরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভোগা মানুষ এ ক্যাম্প থেকে উপকৃত হন। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. শওকত আলী নুর। চিকিৎসা সেবা দেন ডাঃতাহসিন, ডাঃ তাশদীদ, ডাঃ আল ফয়সাল, ডাঃআনাম, ডাঃসিফাত, ডাঃসাকিব, ডাঃতৌসিফ, ডাঃ ফয়েজ, ডাঃ মেজবাহ, ডাঃ আবিদ, ডাঃ আতিক, ডাঃ আশরাফ, ডাঃউদয়ন, ডাঃ আবরার, ডাঃ আতাহার, ডাঃ মেহেসাব, ডাঃজিসান।

মেডিকেল ক্যাম্পের পক্ষ থেকে ডাঃ তাশদীদ জানান, “বিএনপির ৩১ দফা কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সেই লক্ষ্য পূরণেরই অংশ। আমরা চাই জনগণ যেন বিনা খরচে ন্যূনতম স্বাস্থ্যসেবা পায়।”

এছাড়াও ডা. তাহসিন নূর বলেন,” জনাব তারেক রহমান ঘোষিত ৩১দফার অংশ হিসেবে প্রতিটি পরিবারের কাছে হেলথ কার্ড পৌঁছানোর ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। যার মাধ্যমে প্রতিটি পরিবার স্বাস্থ্য সেবার অংশ হবে। ”

স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসা জানিয়ে বলেন, গ্রামের মানুষদের জন্য এটি অত্যন্ত সহায়ক উদ্যোগ। যারা আর্থিক সমস্যার কারণে চিকিৎসা নিতে পারেন না, তারা এ ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে ব্যাসকুণ্ড পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

রাঙ্গুনিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে স্বাস্থ্যসেবা কার্যক্রম

Update Time : 09:24:27 pm, Thursday, 28 August 2025

স্বাস্থ্য সেবা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে রাঙ্গুনিয়ায় একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনটি করা হয় হুমাম কাদের চৌধুরীর পক্ষে, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতা হিসেবে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) চন্দ্রঘোনা তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসায় আয়োজিত ক্যাম্পে চট্টগ্রাম শহরের ২০জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।

গণসচেতনতা তৈরির অংশ হিসেবে ক্যাম্প চলাকালে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেটও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

ক্যাম্পে পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, চর্মরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভোগা মানুষ এ ক্যাম্প থেকে উপকৃত হন। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. শওকত আলী নুর। চিকিৎসা সেবা দেন ডাঃতাহসিন, ডাঃ তাশদীদ, ডাঃ আল ফয়সাল, ডাঃআনাম, ডাঃসিফাত, ডাঃসাকিব, ডাঃতৌসিফ, ডাঃ ফয়েজ, ডাঃ মেজবাহ, ডাঃ আবিদ, ডাঃ আতিক, ডাঃ আশরাফ, ডাঃউদয়ন, ডাঃ আবরার, ডাঃ আতাহার, ডাঃ মেহেসাব, ডাঃজিসান।

মেডিকেল ক্যাম্পের পক্ষ থেকে ডাঃ তাশদীদ জানান, “বিএনপির ৩১ দফা কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সেই লক্ষ্য পূরণেরই অংশ। আমরা চাই জনগণ যেন বিনা খরচে ন্যূনতম স্বাস্থ্যসেবা পায়।”

এছাড়াও ডা. তাহসিন নূর বলেন,” জনাব তারেক রহমান ঘোষিত ৩১দফার অংশ হিসেবে প্রতিটি পরিবারের কাছে হেলথ কার্ড পৌঁছানোর ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। যার মাধ্যমে প্রতিটি পরিবার স্বাস্থ্য সেবার অংশ হবে। ”

স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসা জানিয়ে বলেন, গ্রামের মানুষদের জন্য এটি অত্যন্ত সহায়ক উদ্যোগ। যারা আর্থিক সমস্যার কারণে চিকিৎসা নিতে পারেন না, তারা এ ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন।