বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাতের নেতৃত্বে দলীয় ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া নগর জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে আবু আহমেদ হাসনাত বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং জাতীয়তাবাদের প্রতীক। তার নেতৃত্বে দেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করেছিল। তিনি আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছেন।
” তিনি আরও বলেন, “বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয় স্বার্থ রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। এ লক্ষ্য বাস্তবায়নে এখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।