বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস. এ. মুরাদ চৌধুরীর তত্বাবধানে এক বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আয়োজনে ছিল নানা আকর্ষণীয় খেলা। এর মধ্যে হাঁস ধরা, সাঁতার প্রতিযোগিতা, ফুটবল ও শিশুদের চকলেট খেলা বিশেষভাবে সবার দৃষ্টি কাড়ে। স্থানীয় তরুণ-যুবকসহ শিশু-কিশোররা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। শনিবার (৫ সেপ্টম্বর) দিনব্যাপী খেলাগুলোকে ঘিরে চারপাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পরে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এ মুরাদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।
এস এ মুরাদ চৌধুরী বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আরও জানান, সামনে কৃষকদের অংশগ্রহণে বিশেষ খেলাধুলার আয়োজন করা হবে, যা হবে আরও ব্যতিক্রমী ও অনুপ্রেরণামূলক।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজ খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।