চট্টগ্রাম 4:17 am, Wednesday, 27 August 2025
৮ বছর ৫ মাস ৫ দিন পর কারামুক্তি

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীকে দেখতে মহাসড়ক জুড়ে হাজারো জনতার ভিড়

দীর্ঘ ৮ বছর ৫ মাস ৫ দিন কারাবাসের পর কারামুক্ত হয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কাউন্সিল সদস্য আসলাম চৌধুরী, এফসিএ। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে চট্টগ্রাম কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। এ সময় জেলগেটে অসংখ্য নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এরপর মুশলধারে বৃষ্টি উপেক্ষা করে পথে পথে জনসমুদ্র ডিঙিয়ে ৭ ঘন্টায় সীতাকুণ্ড পৌছে নেতাকর্মী ও সাধারণত মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা। এসময় হাজার হাজার নেতাকর্মীকে বৃষ্টিতে ভিজে ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে পথে পথে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আসলাম চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম বলেন, আসলাম চৌধুরী সব মামলায় জামিনে আছেন। সকাল ১০টার সময় তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৬ মে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আসলাম চৌধুরী আট বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি। তার বিরুদ্ধে ৭৬টি নাশকতা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও চেকের মামলা রয়েছে। তিনি ৭৬টি মামলায়ই জামিন পেয়েছেন। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার জজ স্থগিত করার কারণে এতদিন মুক্তি পাননি তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতা আসলাম চৌধুরীকে জড়িয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ সমাবেশ

৮ বছর ৫ মাস ৫ দিন পর কারামুক্তি

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীকে দেখতে মহাসড়ক জুড়ে হাজারো জনতার ভিড়

Update Time : 09:08:07 pm, Tuesday, 20 August 2024

দীর্ঘ ৮ বছর ৫ মাস ৫ দিন কারাবাসের পর কারামুক্ত হয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কাউন্সিল সদস্য আসলাম চৌধুরী, এফসিএ। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে চট্টগ্রাম কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। এ সময় জেলগেটে অসংখ্য নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এরপর মুশলধারে বৃষ্টি উপেক্ষা করে পথে পথে জনসমুদ্র ডিঙিয়ে ৭ ঘন্টায় সীতাকুণ্ড পৌছে নেতাকর্মী ও সাধারণত মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা। এসময় হাজার হাজার নেতাকর্মীকে বৃষ্টিতে ভিজে ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে পথে পথে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আসলাম চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম বলেন, আসলাম চৌধুরী সব মামলায় জামিনে আছেন। সকাল ১০টার সময় তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৬ মে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আসলাম চৌধুরী আট বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি। তার বিরুদ্ধে ৭৬টি নাশকতা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও চেকের মামলা রয়েছে। তিনি ৭৬টি মামলায়ই জামিন পেয়েছেন। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার জজ স্থগিত করার কারণে এতদিন মুক্তি পাননি তিনি।