সীতাকুণ্ড বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি মনোনীত হওয়ায় মোঃ জহুরুল আলম জহুরকে বিরোচিত সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসদরের আবুল হোসেন মার্কেটের তৃতীয় তলায় সীতাকুণ্ড এসএসসি ৮৪ ব্যাচের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।
৮৪ য়ান বন্ধু হামিদুল্লাহ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার নাথের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক লেখক ও কলামিস্ট জামসেদ উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মহরম আলী।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি মোঃ জহুরুল আলম জহুর।
এসময় তিনি বলেন, আমাকে বিজয় স্মরণী কলেজের অভিভাবক প্রতিনিধি মনোনীত করায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে কলেজ কর্তৃপক্ষেও। সবার সহযোগীতায় কলেজের খেলাপড়ার মান উন্নয়নে কাজ করব। বিগত দিনের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলকে পাস কাটিয়ে সামনের দিনে আরও কিভাবে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে সেটা নিয়েও কাজ করব।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন ৮৪ য়ান বন্ধু ও প্রগতি ইন্ড্রাস্টির সভাপতি মোঃ নাছির উদ্দীন, ৮৪ য়ান বন্ধু ও বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান হিরু, ৮৪য়ান বন্ধু মোঃ শহিদুল আমিন, ৮৪ য়ান বন্ধু শাহাদাৎ হোসেনসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও ফুল দিয়ে ৮৪ য়ান বন্ধুরা বরণ করেন। এ সময় সংবর্ধিত অতিথির সুযোগ্যপুত্র ও বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মোঃ জামেল নাছের জহুরও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাকেও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















