রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিদ্যালয়ে উপস্থিত হয়ে ইউএনও কামরুল হাসান শিক্ষার্থীদের পাঠ্যবই থেকে প্রশ্নোত্তর করেন এবং তাদের মনোযোগসহকারে পড়াশোনায় আগ্রহী হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের শৃঙ্খলা ও পাঠদানের মান যাচাই করেন।
এসময় ইউএনও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, নৈতিকতা ও শৃঙ্খলা অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে হলে শিক্ষার প্রতি মনোযোগী হওয়া সবচেয়ে জরুরি।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুমন শর্মা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগে শিক্ষার্থীরা উৎসাহিত হয়েছে এবং বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিক হয়ে কাজ করবেন বলে জানান শিক্ষকেরা।