চট্টগ্রাম 1:33 pm, Monday, 7 July 2025

বিনামূল্যে ঈদযাত্রায় বাড়ি গেল দুর্গম সন্দ্বীপের শিক্ষার্থীরা

একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চট্টগ্রামের দুর্গম দ্বীপ উপজেলা সন্দ্বীপের শিক্ষার্থীরা বিনামূল্যে ঈদযাত্রায় বাড়ি গিয়েছে। উপকূলীয় এই উপজেলার শিক্ষার্থীদের জন্য এই নিয়ে দ্বিতীয়বারের মত ফ্রি ঈদ যাতায়াতের ব্যবস্থা করেছে হিউম্যান ২৪ নামক সংগঠনটি।

এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্দ্বীপের শিক্ষার্থীরা কুমিরা-গুপ্তচরা নৌ-রুট দিয়ে ঈদ উপলক্ষ্যে আজ ২৬ জুন ২০২৩, সোমবার চট্টগ্রাম শহর ও দেশের বিভিন্ন এলাকা থেকে সন্দ্বীপ পৌঁছেছে।

শিক্ষার্থীদের চট্টগ্রামের হালিশহর থেকে বাস যোগে সীতাকূণ্ডের কুমিরা ঘাটে নেয়া হয়েছে। কুমিরা থেকে নৌ-পথে স্টিমার এমভি আইভি রহমান যোগে সন্দ্বীপের গুপ্তচরা ঘাটে পৌঁছানো হয়। চট্টগ্রামের হালিশহর থেকে মঙ্গল ও বুধবার আরো দুইদিন এই কর্মসূচি চলবে।

শিক্ষার্থীদের ঈদ যাত্রা উপলক্ষ্যে চট্টগ্রামের হালিশহরে আজ সোমবার সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হিউম্যান ২৪ এর প্রধান নির্বাহি সালেহ নোমান, বিশিষ্ট সমাজকর্মী ও আওয়ামী লীগ নেতা গাজী মুহাম্মদ আনিসুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শোয়াইব উদ্দিন হায়দার, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সন্দ্বীপ ইয়ুথ ক্লাবের সভাপতি মাহবুবুল মাওলা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী নুরুল ইসলাম শিমুল প্রমুখ।

এসময় সালেহ নোমান বলেন, সন্দ্বীপে যাতায়াত যেমন কষ্টসাধ্য তেমনি ব্যয় সাপেক্ষ। সেই কারনেই শিক্ষার্থীদের বাড়ি ফেরায় কিছুটা স্বস্তি দেয়ার জন্য বিনামূল্যে ঈদ যাত্রার আয়োজন করা হয়েছে। গাজী আনিসুর রহমান বলেন, সন্দ্বীপের ঈদ যাত্রায় শিক্ষার্থীদের জন্য এই আয়োজন সমাজ সেবার অনন্য নজির হয়ে থাকবে।

ফ্রি ঈদ যাত্রায় অংশ নেয়া শিক্ষার্থী মোহাম্মদ হাসিম বলেন, মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারনে সন্দ্বীপের শিক্ষার্থীরা হাতে সময় নিয়ে চট্টগ্রাম শহরে আসতে হয়। চট্টগ্রাম শহরে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে উদ্যোগ নেয়া প্রয়োজন।

ফ্রি ঈদযাত্রা সার্ভিস নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের স্ব- স্ব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পত্রের তথ্য দিয়ে অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। অফলাইনেও চট্টগ্রামের হালিশহরের নির্ধারিত দুটি ঠিকানায় রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রাখা হয়েছে।

কর্মসূচিতে সহযোগীতা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিলটন এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ব্যবসায়ী আফতাব খান অমি।

গত ঈদেুল ফিতরের সময় সন্দ্বীপের শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে যাতায়াত সেবার এই কর্মসূচি চালু হয়েছিলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাঙ্গুনিয়া যুব ফোরামের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিনামূল্যে ঈদযাত্রায় বাড়ি গেল দুর্গম সন্দ্বীপের শিক্ষার্থীরা

Update Time : 09:03:20 pm, Monday, 26 June 2023

একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চট্টগ্রামের দুর্গম দ্বীপ উপজেলা সন্দ্বীপের শিক্ষার্থীরা বিনামূল্যে ঈদযাত্রায় বাড়ি গিয়েছে। উপকূলীয় এই উপজেলার শিক্ষার্থীদের জন্য এই নিয়ে দ্বিতীয়বারের মত ফ্রি ঈদ যাতায়াতের ব্যবস্থা করেছে হিউম্যান ২৪ নামক সংগঠনটি।

এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্দ্বীপের শিক্ষার্থীরা কুমিরা-গুপ্তচরা নৌ-রুট দিয়ে ঈদ উপলক্ষ্যে আজ ২৬ জুন ২০২৩, সোমবার চট্টগ্রাম শহর ও দেশের বিভিন্ন এলাকা থেকে সন্দ্বীপ পৌঁছেছে।

শিক্ষার্থীদের চট্টগ্রামের হালিশহর থেকে বাস যোগে সীতাকূণ্ডের কুমিরা ঘাটে নেয়া হয়েছে। কুমিরা থেকে নৌ-পথে স্টিমার এমভি আইভি রহমান যোগে সন্দ্বীপের গুপ্তচরা ঘাটে পৌঁছানো হয়। চট্টগ্রামের হালিশহর থেকে মঙ্গল ও বুধবার আরো দুইদিন এই কর্মসূচি চলবে।

শিক্ষার্থীদের ঈদ যাত্রা উপলক্ষ্যে চট্টগ্রামের হালিশহরে আজ সোমবার সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হিউম্যান ২৪ এর প্রধান নির্বাহি সালেহ নোমান, বিশিষ্ট সমাজকর্মী ও আওয়ামী লীগ নেতা গাজী মুহাম্মদ আনিসুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শোয়াইব উদ্দিন হায়দার, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সন্দ্বীপ ইয়ুথ ক্লাবের সভাপতি মাহবুবুল মাওলা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী নুরুল ইসলাম শিমুল প্রমুখ।

এসময় সালেহ নোমান বলেন, সন্দ্বীপে যাতায়াত যেমন কষ্টসাধ্য তেমনি ব্যয় সাপেক্ষ। সেই কারনেই শিক্ষার্থীদের বাড়ি ফেরায় কিছুটা স্বস্তি দেয়ার জন্য বিনামূল্যে ঈদ যাত্রার আয়োজন করা হয়েছে। গাজী আনিসুর রহমান বলেন, সন্দ্বীপের ঈদ যাত্রায় শিক্ষার্থীদের জন্য এই আয়োজন সমাজ সেবার অনন্য নজির হয়ে থাকবে।

ফ্রি ঈদ যাত্রায় অংশ নেয়া শিক্ষার্থী মোহাম্মদ হাসিম বলেন, মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারনে সন্দ্বীপের শিক্ষার্থীরা হাতে সময় নিয়ে চট্টগ্রাম শহরে আসতে হয়। চট্টগ্রাম শহরে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে উদ্যোগ নেয়া প্রয়োজন।

ফ্রি ঈদযাত্রা সার্ভিস নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের স্ব- স্ব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পত্রের তথ্য দিয়ে অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। অফলাইনেও চট্টগ্রামের হালিশহরের নির্ধারিত দুটি ঠিকানায় রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রাখা হয়েছে।

কর্মসূচিতে সহযোগীতা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিলটন এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ব্যবসায়ী আফতাব খান অমি।

গত ঈদেুল ফিতরের সময় সন্দ্বীপের শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে যাতায়াত সেবার এই কর্মসূচি চালু হয়েছিলো।