সন্দ্বীপে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে মাটি ভর্তি ট্রাকের নিচে পিষ্ট হয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।।জানা গেছে রবিবার সকাল সাড়ে ১১ টায় মাইটভাংগা ইউনিয়নের ফকিরিয়া তেমাথা সংলগ্ন সড়কের পাশে এই দূর্ঘঠনা ঘটে।নিহত প্রবাসীর নাম মোঃ রিপন( ২৭)।সে মাইটভাংগা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের হোসেনের গো বাড়ির মোঃ ইদ্রিস মিয়ার ৩য় সন্তান।
প্রত্যক্ষদর্শী মোঃ সয়ন এর কাছ থেকে জানা যায় মোঃ রিপন মোটর সাইকেল চালানো অবস্থায় মাটি ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।তাৎক্ষণিক রিপন গূরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে স্হানীয় লোকজন দ্রুত উদ্ধার করে সন্দ্বীপ স্বর্ণদ্বীপ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডা. উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরবর্তী তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল নিয়ে গেলে সেখানে ডা. মৃত বলে ঘোষনা করেন।এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে মূহুর্তে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এই বিষয়ে ট্রাক ড্রাইভারের সাথে যোগাযোগের চেষ্টা করলে জানা যায় তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।এই ছাড়াও ট্রাকের মালিক মো.ফসিউল আলমের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যাই। জানা গেছে এক মাস আগে প্রবাসী রিপন ৬ বছর পর সন্দ্বীপে নিজের বাড়িতে আসেন। ইতিমধ্যে তার বিয়ের জন্য পরিবার পাত্রী ঠিক করছে আগামী মাসের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ঘাতক ট্রাক কেড়ে নিল প্রাণ।
সন্দ্বীপ থানার ওসি মোঃ ইসমাইল ভূইয়া বলেন নিহতদের পরিবার বা স্বজনের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেয়া হয় নি।