চট্টগ্রাম 9:38 pm, Sunday, 20 July 2025

বিশ্ব ক্যান্সার দিবসে সীতাকুণ্ডে মুনির ফাউন্ডেশনের সাইকেল র্যালী

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ক্যান্সার বিষয়ক সচেতনতা মূলক সাইকেল র‌্যালী করেছে মুনির ফাউন্ডেশন। রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মুনির ফাউন্ডেশন এর উদ্যোগে র‌্যালীটি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে সীতাকুণ্ড পৌর সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।

এর আগে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম র‌্যালীর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, পৃথিবীতে মরণব্যাধি ক্যান্সার ক্রমেই প্রকট আকার ধারণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে শুধুমাত্র ২০১৮ সালে পৃথিবীতে এ রোগে ৯.৬ মিলিয়ন ব্যক্তির মৃত্যু হয়। সচেতনতার অভাবে বাংলাদেশে ক্যান্সারে মৃত্যুর হার বেশি। এছাড়া ক্যান্সার চিকিৎসা এতটাই ব্যয়বহুল মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ব্যক্তির পক্ষে এ রোগের চিকিৎসা নেয়া সম্ভব হয় না। তাই আগে থেকেই ক্যান্সার বিষয়ে সচেতন হওয়া দেশের প্রত্যেক নাগরিকের জন্য জরুরি। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে ক্যান্সার সচেতনতায় প্রচার করবেন। পরিশেষে তিনি এমন একটি আয়োজনের জন্য মুনির ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

র‌্যালীতে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরউদ্দিন রাশেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, মুনির ফাউন্ডেশনের পরিচালক করিমুল ইসলাম, হেড অফ ক্রাউড ফান্ডিং টিম আব্দুল গনি, পরিচালক তানভিরুল ইসলাম, সহ পরিচালক তানজিমুল ইসলাম সহ ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দ।

প্রসঙ্গত, ২০১৯ সালে সীতাকুণ্ডের দোয়াজি পাড়ার বাসিন্দা মুজাহিদুল ইসলাম মুনির ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এরপর ২৯ জুলাই ২০১৯ সালে তার নামানুসারে মুনির ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১৯৩ জন রোগীকে আংশিক বা পুরো চিকিৎসা সহায়তা দেয়া হয়। তার মধ্যে, ক্যান্সার ৪৩ জন, কীডনি ৩৪, এক্সিডেন্টাল ইন্জুরি ১৪, থ্যালাসেমিয়া ০২, হার্ট ডিজিজ ১৫ ও অন্যান্য ৮৫ জনকে সহযোগিতা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তারেক রহমানকে নিয়ে কুরুচীপূর্ণ মন্তব্য করবেন না, এর পরিনাম ভাল হবেনা’ – মীর হেলাল

বিশ্ব ক্যান্সার দিবসে সীতাকুণ্ডে মুনির ফাউন্ডেশনের সাইকেল র্যালী

Update Time : 11:46:34 pm, Sunday, 4 February 2024

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ক্যান্সার বিষয়ক সচেতনতা মূলক সাইকেল র‌্যালী করেছে মুনির ফাউন্ডেশন। রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মুনির ফাউন্ডেশন এর উদ্যোগে র‌্যালীটি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে সীতাকুণ্ড পৌর সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।

এর আগে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম র‌্যালীর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, পৃথিবীতে মরণব্যাধি ক্যান্সার ক্রমেই প্রকট আকার ধারণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে শুধুমাত্র ২০১৮ সালে পৃথিবীতে এ রোগে ৯.৬ মিলিয়ন ব্যক্তির মৃত্যু হয়। সচেতনতার অভাবে বাংলাদেশে ক্যান্সারে মৃত্যুর হার বেশি। এছাড়া ক্যান্সার চিকিৎসা এতটাই ব্যয়বহুল মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ব্যক্তির পক্ষে এ রোগের চিকিৎসা নেয়া সম্ভব হয় না। তাই আগে থেকেই ক্যান্সার বিষয়ে সচেতন হওয়া দেশের প্রত্যেক নাগরিকের জন্য জরুরি। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে ক্যান্সার সচেতনতায় প্রচার করবেন। পরিশেষে তিনি এমন একটি আয়োজনের জন্য মুনির ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

র‌্যালীতে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরউদ্দিন রাশেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, মুনির ফাউন্ডেশনের পরিচালক করিমুল ইসলাম, হেড অফ ক্রাউড ফান্ডিং টিম আব্দুল গনি, পরিচালক তানভিরুল ইসলাম, সহ পরিচালক তানজিমুল ইসলাম সহ ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দ।

প্রসঙ্গত, ২০১৯ সালে সীতাকুণ্ডের দোয়াজি পাড়ার বাসিন্দা মুজাহিদুল ইসলাম মুনির ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এরপর ২৯ জুলাই ২০১৯ সালে তার নামানুসারে মুনির ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১৯৩ জন রোগীকে আংশিক বা পুরো চিকিৎসা সহায়তা দেয়া হয়। তার মধ্যে, ক্যান্সার ৪৩ জন, কীডনি ৩৪, এক্সিডেন্টাল ইন্জুরি ১৪, থ্যালাসেমিয়া ০২, হার্ট ডিজিজ ১৫ ও অন্যান্য ৮৫ জনকে সহযোগিতা করেন।