হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের
সাবেক সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উওর জেলা সাবেক সভাপতি শওকত আলম শওকত (৬৫) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৭মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানা পুলিশের উপপরিদর্শক রুপন নাথের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত এলাকার সড়ক থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ কয়েকটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
হাটহাজারী মডেল থানার (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন মঙ্গলবার রাত আটটার দিকে এ প্রতিবেদক কে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে কতটি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং আগামীকাল সকালের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 



















