হাটহাজারী বাজারের স্বনামধন্য ব্যবসায়ী বাস স্ট্যান্ড এলাকার কলা বাগানস্থ পাওয়ার নেট ও শাফায়েত এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধীকারী, হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক এবং হাটহাজারী উলামা পরিষদের সহ-প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মাবুদের (৩৫) সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার (১৩ মে) রাতে পৌরসদরের একটি কনফারেন্স হলে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা, হাটহাজারী উলামা পরিষদ ও পরিবারবর্গের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।
জানা যায়, গত শনিবার দিবাগত রাত ১২.০০ টার দিকে তার নিজ বাড়ী মেখল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফজারী তালুকদার বাড়ী থেকে অস্ত্র শস্ত্রে সজ্জিত আইন প্রয়োগকারী সংস্থার লোক পরিচয়ে সাদা পোশাকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাময়িক জিজ্ঞাসাবাদের কথা বলে বাসা থেকে তুলে নিয়ে যায়।
পরদিন রবিবার হাটহাজারী মডেল থানায় তার পরিবার ও হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী শাখার পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হয়েছে এবং সাথে সাথে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার ও এমপি সহ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পর্যায়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে।
এদিকে তুলে নিয়ে যাওয়ার দুইদিন অতিবাহিত হয়ে গেলেও এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পক্ষ থেকে তার অবস্থান সম্পর্কে পরিবারকে আনুষ্ঠানিক কোন তথ্য জানানো হয়নি বা তারা পায়নি।
মো.সালমান হাবিব (৭), মোছা.সাবিহা মেহজাবিন (১১), মোছা. সাবিলা নুর (০২) সহ তিন সন্তানের জনক হাফেজ আব্দুল মাবুদের সন্ধান পেতে নিখোঁজের পরিবার, হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা, হাটহাজারী উলামা পরিষদের পক্ষ থেকে সমাজের সুশিল সমাজ, রাজনীতিবিদ এবং মানবাধিকার সংগঠনসহ সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
এসময় ব্যবসায়ী ও হেফাজত নেতা হাফেজ আব্দুল মাবুদের মা কাঁন্না জড়িত কন্ঠে জানান, সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেয়া লোকগুলো আমার ছেলেকে নিয়ে যাওয়ার সময় তাদের কাছে আমার ছেলেকে কেনো, কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে উত্তরে তারা বলেন, “আমার ছেলের কাছে কিছু তথ্য আছে, একটু জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুনরায় বাসায় পৌঁছে দেয়া হবে”। কিন্তু দুইদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত আমার ছেলের কোনো খবরও আমরা পায়নি। আপনারা আমার ছেলেকে ফিরে পেতে সাহায্য করুন ; এসব বলতে বলতে কাঁন্নায় ভেঙে পড়েন তিনি।
সংবাদ সম্মেলনে ভিকটিমের মা, ভাই, স্ত্রী সন্তান এবং হেফাজত নেতা মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা হাবিবুর হক বাবু প্রমূখ উপস্থিতি ছিলেন।