আগামী ৪ অক্টোবর ডাকসুর সাবেক ভিপি ও গন অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর চট্টগ্রাম আগমনে উপলক্ষে ছাত্র অধিকার পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যেগে ২৭ সেপ্টেম্বর ২৪ বিকেল ৪ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা শহর জুরে আনন্দ র্যালি করা হয়েছে।
উক্ত আনন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক, মোঃ ওমর ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাজপথের অগ্নিকন্যা নাসরিন আক্তার।
উপস্থিত ছিলেন সন্দ্বীপ গণ অধিকার পরিষদের অন্যতম সংগঠক সানা উল্লাহ সানি, মেহেদি হাসান, ছাত্র অধিকার পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব মোঃ জিদান সহ সন্দ্বীপ উপজেলা ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীরা।