চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ভোরবেলা খেলাঘর আসর কতৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ আজ রবিবার (৩মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
বিকেল তিনটায় টস জয়ী মর্নিং ওয়ারিয়র্স নির্ধারিত ১৫ ওভারে ১১৮/১০ সংগ্রহ করে।ওয়াজেদ সর্বোচ্চ ৩২ রান করে, মর্নিং কিংস এর মাহমুদ ২৮ রানে ৩ উইকেট তুলে নেন। জবাবে মর্নিং কিংস এর ব্যাটার মাইনুল ৫৩* অপূর্ব ৫৩* রানে অপরাজিত রানে ভর করে বিজয় নিশ্চিত করে মর্নিং কিংস ৫ উইকেট হাতে রেখে ফাইনালে সেরা খেলোয়াড় পুরস্কার জিতেন মর্নিং কিংস এর মাইনুল।
খেলায় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর দিদারুল আলম এপোলো, ৭ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ফজলে এলাহী পায়েল ও ৪,৫,৬ নং ওয়ার্ড পৌর মহিলা কাউন্সিলর কামরুন নাহার কাকলী প্রমুখ।