মগধরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হলো এসএসসি ব্যাচ ২০২৫-এর উদ্যোগে আয়োজিত মগধরা ইউনিয়নভিত্তিক ছয়-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিকেল ৪টায় শুরু হওয়া এই প্রতিযোগিতা উপভোগ করতে মাঠে জড়ো হয় বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমী মানুষ। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই প্রতিদ্বন্দ্বী দল — সন্দ্বীপ আনন্দময় স্পোর্টিং ক্লাব ও সমতা স্পোর্টিং ক্লাব।
ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। তবে দক্ষতা, পরিকল্পনা ও দারুণ দলীয় সমন্বয়ের মাধ্যমে ৪-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে আনন্দময় স্পোর্টিং ক্লাব। জয়ী দলের খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো, যা মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে তোলে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আশরাফুল আলম ও সোহেল রানা, যাদের প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানজুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মগধরা ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বশির উদ্দিন হায়দার।অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:মোহাম্মদ মাইন উদ্দিন, সভাপতি, আনন্দময় স্পোর্টিং ক্লাব মোহাম্মদ কামরুল ইসলাম, সভাপতি, সমতা স্পোর্টিং ক্লাব,ফসিউল আলম জিসান, সামাজিক সংগঠক ইকরামুল আজিম, সমাজসেবক,মোহাম্মদ মোজাম্মেল, স্থানীয় যুবনেতা,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবুল হোসেন মিলাদ, সভাপতি, পেলিশ্যার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ী দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আয়োজক এসএসসি ব্যাচ ২০২৫-এর প্রশংসা করে বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনই নয়, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার অন্যতম উপায়।”
তারা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান