বাংলাদেশ জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ আজ শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মজলিসে শুরা সদস্য ও সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।
তিনি বলেন, “দ্বীন বিজয়ী করার জন্য প্রথমে নিজেকে প্রস্তুত করতে হবে। সেই সঙ্গে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছানো সময়ের দাবি।” তিনি আরও বলেন, “পতিত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে জামায়াত-শিবির সকল জুলুম-নির্যাতন উপেক্ষা করে ময়দানে আপোষহীন ভূমিকা পালন করে দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।”
সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ ছায়েদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন, উপজেলা অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা সবুর খাঁন এবং মগধরা ইউনিয়নের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আবু ছাপা।
সমাবেশের শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাইটভাঙা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবুল হাশিম।
বক্তারা সবাই কর্মীদের মাঝে ইসলামী আন্দোলনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং দ্বীনি দায়িত্ব যথাযথভাবে পালনের প্রতি গুরুত্বারোপ করেন।