হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল ওয়াদুদ সেরেস্তাদার এর ৭১তম মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল এবং মোনাজাত।
মঙ্গলবার (০২ জুলাই) সকালের দিকে বিদ্যালয়ের আবদুল ওয়াদুদ সেরেস্তাদার মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম জুলফিকার।
শিক্ষার্থী আনাস বিন হাসান খান ও মুহাম্মদ জিয়াউল হাবিব শরীফ এর যৌথ সঞ্চালনায় ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন,আইনুল ইসলাম, ইরফান চৌধুরী জাওয়াদ,নিয়াদ হোসেন,ইত্তেসাব নুর মুদাব্বির।শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, রেজাউল করিম,বাদশা আলম ও অছিউদ্দীন প্রমুখ।
পূর্বাহ্নে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনায় স্থানীয় মসজিদে খতমে কুরআন, মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান মাওলানা মো. কলিম উদ্দিন চৌধুরী।
পরে বিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ ফরহাদাবাদস্থ মরহুমের পারিবারিক কবরে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।