রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ছাদেকের পাড়া এলাকাবাসী ও প্রবদসীদের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দক্ষিণ পূর্ব রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাদেকের পাড়া ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি এস এম ইদ্রিস। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক সৈয়্যদ মুহাম্মদ খায়রুল আমিন চিশতি। উদ্বোধক ছিলেন আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মাদ জাহাঙ্গীর। প্রধান ওয়াজিন ছিলেন হযরত শাহ সূফি সুন্নিয়া মাদ্রাসার সহ-সুপার মাওলানা কাজী রাহাতুল মোস্তফা আলকাদেরী।
জহির জিকুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দলিল লেখক এম ইলিয়াস কবির, সৈয়দ কামাল মোস্তফা, সাইফুল ইসলাম ল, শেখ আবদুলাহ, নুরুল আজিম, শাহদাত হোসেন, মো. জসিম, আবদুল মালেক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানান। তারা বলেন, নবী করিম (সা.) ছিলেন মানবতার মুক্তির দিশারী, তাঁর আদর্শই পারে সমাজ থেকে অশান্তি ও অন্যায় দূর করতে।
শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।