মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সীতাকুণ্ডে বিজয় র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
১৬ ডিসেম্বর সকালে র্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন দুলাল এবং সঞ্চালনা করেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব লায়ন গাজী মোহাম্মদ সুজাউদ্দিন , ৭ নম্বর কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দোহা এবং সীতাকুণ্ড উপজেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন র্যালির নেতা কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ছিল সেই সংগ্রামের চূড়ান্ত দিকনির্দেশনা। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আজ আরও সুসংগঠিত ও শক্তিশালী হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, ২ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূঁইয়া, ৪ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন এবং সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু।
এছাড়া উপস্থিত ছিলেন ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার কামাল, ৫ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাসেল, ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার ও সদস্য সচিব আলমগীর মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, ৭ নম্বর কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইদ্রিস মিয়া মনির এবং ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দৌলা।
পৌর বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর ইমরান ও সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নূরুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান।
কর্মসূচিতে আরও অংশ নেন সীতাকুণ্ড উপজেলা যুবদলের নবনির্বাচিত সিনিয়র সভাপতি সালাউদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সিকদার, সীতাকুণ্ড পৌরসভা যুবদলের নবনির্বাচিত সভাপতি মোঃ আকবর হোসেন, সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন রাজু, সাধারণ সম্পাদক মহিদুল আলম আবির, সীতাকুন্ড পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মেহেদী হাসান জনি, সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত, রেজাউল করিম রেজা, পৌর ছাত্রদল নেতা শিহাব উদ্দিন শিহাব এবং সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুরাদ চৌধুরী।
এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন, সীতাকুণ্ড উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম, উপজেলা ছাত্রদল নেতা কাজী দেলোয়ার হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন, সাজ্জাদ হোসেন রাব্বি, সাব্বির জাহান সনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাসুম উদ্দিন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিজয় র্যালিটি সীতাকুণ্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সীতাকুণ্ড উপজেলা শহীদ মিনারে ফুল প্রস্তাবক অর্পণের মাধ্যমে শেষ হয়। র্যালিতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তি 


















