রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, পাইলটসহ আহত সকলের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা সেক্রেটারী মাওলানা আবু তাহের এবং সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা নাজিম উদ্দিন সিরাজী।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহম্মদ আলা উদ্দিন সিকদার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “কোমলমতি শিক্ষার্থীরা একটি জাতির ভবিষ্যৎ। তাঁদের শিক্ষা, স্বপ্ন ও সম্ভাবনা একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। অথচ একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এতগুলো সম্ভাবনাময় জীবন মুহূর্তেই বিপন্ন হয়ে পড়েছে। এটি শুধু কোনো একটি পরিবার বা প্রতিষ্ঠানের ক্ষতি নয়, বরং পুরো জাতির জন্য এক অপূরণীয় শোক।”
তিনি আরও বলেন, “আমরা গভীরভাবে বিশ্বাস করি—এ দেশের প্রতিটি শিশু নিরাপদে বেড়ে ওঠার অধিকার রাখে। আমরা চাই, ভবিষ্যতে আর কোনো পরিবার যেন এমন হৃদয়বিদারক ঘটনার সম্মুখীন না হয়।”
মাহফিলে আহতদের দ্রুত আরোগ্য এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাতে অংশগ্রহণকারীরা আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন সকল পরিবার এই কঠিন সময় ধৈর্য্য, সাহস ও শক্তি নিয়ে অতিক্রম করতে সক্ষম হন।