রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ মাগরিব জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার আয়োজনে উত্তরা এনাম নাহার মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এনাম নাহার একাডেমি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাকছুদুর রহমান। তিনি নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কবি কাজী শামসুল আহসান খোকন,জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সহ-সভাপতি রিদোয়ানুল বারী,সাধারণ সম্পাদক মোবারক হোসাইন,যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান,সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান,প্রচার সম্পাদক ফয়সাল আসীর,দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন ও আমিনুল ইসলাম রিয়াদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই দুর্ঘটনা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য বিমান চলাচলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
দোয়া মাহফিলে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।