উত্তর চট্টগ্রামের সেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘মানবতার কল্যাণে আমরা ব্লাড ডোনার্স’ এর ৫ম বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন
শুক্রবার বিকালের দিকে পৌরসভার বাস স্টেশনস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আল-আমিন মোহাম্মদ।
‘মানবতার কল্যাণে আমরা ব্লাড ডোনার্স’ এর আয়োজনে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মানবিক ডাক্তার খ্যাত পল্লী চিকিৎসক লায়ন হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এর চীফ অফিসার ডাঃ মো.আবু তৈয়ব, ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম,বাংলাদেশ প্রেস ক্লাব ইউ,এ,ই, এর সহ-সভাপতি এস,এম, মোদাচ্ছের শাহ, সংগঠনের উপদেষ্টা সংবাদকর্মী সুমন পল্লব, হোমিওপ্যাথিক ডাক্তার মোহাম্মদ এমদাদ উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী বহুমুখী সমিতির সাধারণ সম্পাদক মো.আকতার হোসেন, সংগঠনের উপদেষ্টা মো.এস,এস, সাজ্জাদ হোসাইন প্রমুখ।
সংগঠনের উপদেষ্টা মো.শাকিল হাসানের পরিচালনায় অনুষ্ঠানের শেষের দিকে আমন্ত্রিত অতিথিরা সর্বোচ রক্তদাতা, সেচ্ছাসেবী ও মানবিক সংগঠনদের সম্মাননা প্রদান এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।