চট্টগ্রামের সীতাকুণ্ডে শত শত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে লায়ন ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন জেলা গভর্ণর লায়ন আসলাম চৌধুরী এফসিএ। জে এ এম সংস্থা ও লায়ন ক্লাব অব চিটাগং বন্ধন এর সার্বিক ব্যবস্থাপনায় শনিবার (১২ জুলাই) সীতাকুণ্ডের এল কে সিদ্দিকী স্কয়ার যেন পরিণত হয়েছে এক মানবসেবার মিলনমেলায়।
আর ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের এই অনন্য আয়োজনের বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
সকাল ১০টায় আসলাম চৌধুরী চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন। উদ্বোধনের মুহূর্তে চারপাশে ছিল মানুষের ভিড়, ডাক্তারদের প্রস্তুতি আর মুখে মুখে একটাই কথা—আজ অন্তত ভালো একটা চিকিৎসা হবে!
চিকিৎসা ক্যাম্পে অংশ নেন ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক, যাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ মহানগরের বিশেষায়িত বিভিন্ন হাসপাতাল থেকে এসেছেন। মেডিসিন, নিউরো মেডিসিন, হৃদরোগ, নাক কান গলা, দাঁত, শিশু, ফিজিক্যাল মেডিসিন, চর্ম, অর্থপেডিক্স, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, ইউরোলজি, নেফ্রোলজি, ডায়াবেটিস, কিডনি, সার্জারিসহ প্রায় সব ধরনের রোগের জন্য ক্যাম্পে ভিন্ন ভিন্ন কক্ষ ও চিকিৎসক রয়েছেন।
আয়োজকেরা জানান, সেবা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন ১৫শ জন রোগী, আর রেজিস্ট্রেশন ছাড়া আরও প্রায় ৫০০ রোগী চিকিৎসা নিতে এসেছেন, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
সীতাকুণ্ডের পশ্চিম বাঁশবাড়িয়ার ৭০ বছরের ছালেহা বেগম বলেন, ডায়াবেটিস আর চোখের সমস্যা নিয়ে অনেকদিন কষ্ট পাচ্ছি। সরকারি হাসপাতালে জায়গা হয় না, বেসরকারিতে খরচ লাগে অনেক। আজ এখানে বিনা খরচে ডাক্তার দেখিয়ে চিকিৎসা পেলাম।
আসলাম চৌধুরী বলেন, সাধারণ মানুষের সেবা করাই রাজনীতির আসল উদ্দেশ্য হওয়া উচিত। আজকের এই আয়োজন সফল হবে মানুষের ভালোবাসায়। আমরা চাই, এ ধরনের আয়োজন নিয়মিত হোক।