আগামী ৪ অক্টোবর থেকে শুরু হওয়া সারাদেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সীতাকুণ্ডে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা কুমিরা ঘাটে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উক্ত জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোতাছিম বিল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে সালমা বেগম বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান চালানো হবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকবে। সবাইকে সরকারের আইন মেনে চলার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট-গার্ড কন্টিজেন্ট কমান্ডার পেটি অফিসার মোঃ মোজাম্মেল হক, বাংলাদেশ নৌ-পুলিশ কুমিরা ফাঁড়ির এসআই নেছার আহাম্মদ, জেলে প্রতিনিধিসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ।