চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরো কোরআন মুখস্থ করে মা বাবার স্বপ্ন পুরন করলো আনাস নামের এক কিশোর। সে সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা এবং হাসান গোমস্তা মসজিদের উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ-আলি’র সন্তান।
আনাস চট্টগ্রাম সেগুন বাগান তালিমুল কোরআন মাদ্রাসা থেকে কোরআন মুখস্থ করে হাফেজে কুরআন হিসেবে সম্মান অর্জন করে। তার এমন অর্জন আত্মীয় -স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সহ সকলে খুশি হয়ে আনাসের ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয় তার জন্য দোয়া করেন।
আনাসের বাবা মোঃ আলী বলেন, আমরা শুধু মাত্র কোরআানে হাফেজ হওয়ার জন্য সহিহ-শুদ্ধভাবে তেলাওয়াত শিখানোর জন্য অনেক কষ্ট করি, কিন্তু সীতাকুণ্ড সে পড়াশোনায় অমনোযোগী হওয়ার কারনে পারেনি। এর পর চট্টগ্রাম সেগুন বাগান তালিমুল মাদ্রাসায় নিয়ে যায় শুধুমাত্র ছেলেকে মা-বাবার ইচ্ছে পূরনের জন্যে। ওখান থেকে সে ৩ বছর ৬ মাস পর হাফেজে কুরআন হয়ে বের হয়।
মাদ্রাসার শিক্ষক হাফেজ রাশেদ বলেন, আনাসের মা-বাবার পরিশ্রমের কারনে আজ সে হাফেজ হয়েছে। পরিশেষে তারজন্য এবং তার মা-বাবার জন্য দোয়া করেন তিনি।