মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন করেরহাট অভিযান ক্লাবের উদ্যাগে ঢাকা সেন্ট্রাল চক্ষু হাসপাতালের তত্বাবধানে ১৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (০১লা জুন) সকালে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার অভিযান ক্লাব প্রাঙ্গণে এই চিকিৎসা সেবা দেয়া হয়।
এসময় রোগীদের মাঝে অর্থেক মুল্যে ৫০ টি চশমা ও ঔষধ প্রদান করা হয়।এই সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি আমিনুল হক সজিব, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন, কার্যকরি পরিষদ সদস্য রিপন কুমার দাশ,সাধারণ সম্পাদক শফিউল আজম সোহান, কোষাধ্যক্ষ আবু ফয়সাল, সাস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ভুইঁয়াসহ ক্লাবের সদস্যবৃন্দ।
অভিযান ক্লাব ফুটবল একাডেমি’র প্রতিষ্ঠাতা সোলেমান বাদশা বলেন, আমাদের ক্লাবে ১২০ জন খেলোয়াড় আছে। যারা বিভিন্ন জেলায় টুর্ণামেন্ট খেলে থাকে। আমরা গত বছর টুর্ণামেন্টের আয়োজন করেছি। এবার লীগ পদ্ধতির খেলা চালু করবো। কোন ফুটবলার জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেলে আমাদের শ্রম স্বার্থক হবে।
ক্লারের সভাপতি আমিনুল হক সজিব বলেন, অভিযান ক্লাব প্রতিষ্ঠার পর থেকে বহুমুখী সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তার ধারাবাহিকতায় আজকের বিনামূল্যে চক্ষু সেবা একটি। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের ফুটবল একাডেমি’র খেলোয়াড়’রা অনেক দুর এগিয়ে যাবে এইটা আমাদের দৃঢ় বিশ্বাস।