সীতাকুন্ড ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন কতৃক আয়োজিত আজ সকাল ১০টা থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী ও মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
পূর্ব বালিয়াদি মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সীতাকুন্ড ব্লাড ডোনার্স সোসাইটির এডমিন এস.কে টিপু।
উপস্হিত ছিলেন আকতার হোসেন এলিট, ইকরাম হোসেন তুহিন, আলী আকবর। সদস্য সাইফুল ইসলাম, হাঃ আরমান, আরাফাত, মোঃ আনাস,মিনহাজ উদ্দিন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন ১৪নং হাইতকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি জিয়াউল হক,আহসান উল্লাহ বাবু,নুরুল মোস্তফা,রাজু ভাই,হাফেজ সাইফুল ইসলাম,আবদুল মান্নান, মাসুদ রানা,কপিল উদ্দিন,হাফেজ ইসমাইল, আবদুল হালিম
ইমাম উদ্দিন সহ অনেকে।
বক্ত্যব্যে ১৪নং হাইতকান্দি ইউনিয়নের জামায়াতে ইসলামি সেক্রেটারি জিয়াউল হক বলেন এ ধরনের কর্মসূচির কারনে বর্তমানে আমরা সংগঠন গুলোর মাধ্যমে সহজে কারো রক্তের প্রয়োজন হলে পেয়ে যায়।দিনে ও রাতে অক্লান্ত পরিশ্রম করছে এসব সেচ্ছাসেবী সংগঠন গুলো।এবং আমাদের মা-বোনের ডেলিভারিতে ও সর্বাত্মক সহযোগিতা করে থাকেন রক্তের সংগঠন গুলো।
আমরা এ সংগঠন গুলোর জন্য দোয়া করি যেন অসহায় মানুষের পাশে সবসময় থাকে এবং আমরা জামায়াতে ইসলামী যে কোন বিষয়ে আপনাদের পাশে আছি।
সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির এ্যাডমিন ও পরিচালক এসকে টিপু বলেন, আমাদের সিনিয়র ভাইয়েরা ২০১৩ থেকে সংগঠন টির কার্যক্রম চালিয়ে গিয়েছেন জরুরী রক্তের প্রয়োজনে রোগিদের সেবা দিয়ে এসেছেন,রক্তের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা সহ, অজ্ঞাত রোগি সহ,অভুক্তদের পাশে আমরা কাজ করে যাচ্ছি।
আমরা মনে করি প্রজন্ম থেকে প্রজন্ম এসব সংগঠনের হাল ধরে রাখতে পারলে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে আমাদের পরিশ্রম স্বার্থক বলে মনে করি।
জাহিদুল ইসলাম রুমন, সীতাকুণ্ড 


















