চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় থেকে নেমে আসা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার রাত ১১ টায় উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের মাস্তান নগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে একটি আবর্জনার স্তূপ থেকে অজগরটির উদ্ধার করা হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের মিরসরাই রেঞ্জের জোরারগঞ্জ বিটের কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের মস্তান নগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে একটি গ্রামীণ সড়ক পার হওয়ার সময় স্থানীয় লোকজন একটি অজগর দেখতে পেয়ে সেটি ধরার চেষ্টা করে। মানুষের উপস্থিতি টের পেয়ে অজগরটি রাস্তার পাশে একটি আবর্জনার স্তূপে আশ্রয় নেয়। খবর পেয়ে আমি সেখানে গিয়ে অজগরটি উদ্ধার করে রাতে মিরসরাই রেঞ্জ অফিস হেফাজতে রাখি। বুধবার সকাল দশটায় অজগরটি মহামায়া ইকোপার্ক এলাকায় অবমুক্ত করা হয়। উদ্ধার ও অবমুক্ত করা অজগরটির দৈর্ঘ্য ১১ ফুট, ওজন ১৮ কেজির মত। ধারণা করছি খাবারের খোঁজে অজগরটি পাহাড় ছেড়ে লোকালয়ে চলে এসেছিল।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















