চট্টগ্রামের মীরসরাইয়ে অধিক মূল্যে পণ্য বিক্রিয়ের দায়ে আট ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৩ অক্টোবর) উপজেলার আবুতোরাব কাঁচা বাজারে মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, অধিক দামে পণ্য বিক্রিয়ের দায়ে আবুতোরাবের কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নয় প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে