চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনকালে অভিযানে চালিয়ে ২টি শ্যালো ড্রেজার মেশিন, ১টি ভেকু ও দেড় হাজার ফিট পাইপ বিনষ্ট করেছে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। শনিবার (১২ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জোরারগঞ্জ থানা পুলিশ ও মিরসরাই রেঞ্জের বন কর্মকর্তা আল আমিনসহ সংশ্লিষ্ট বন বিভাগের সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী খালে শ্যালো ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে মিরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোট অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাল থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি শ্যালো ড্রেজার মেশিন ও একটি ভেকু বিকল করে দেওয়া হয়। পাশাপাশি বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় দেড় হাজার ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়েছে।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, ‘বালু উত্তোলনে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাই কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মিরসরাই উপজেলা প্রশাসন জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।